ইনস্টাগ্রামে ‘প্রোফাইল কার্ড’
- আহমেদ ইফতেখার
- ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
বিশ্বব্যাপী জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর একটি ইনস্টাগ্রাম। ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি ব্যবসায়িক পণ্য ও সেবা প্রচারেও ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ব্র্যান্ডগুলো প্রায়ই মার্কেটিং ক্যাম্পেইনে ইনস্টাগ্রামের ওপর নির্ভর করে। তাই ইনস্টাগ্রাম একটি নতুন ‘প্রোফাইল কার্ড’ ফিচার চালু করছে, যা প্রোফাইলের জন্য একটি ডিজিটাল বিজনেস কার্ডের মতো কাজ করবে। প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, কেউ যদি ইনস্টাগ্রাম ব্যবহার করে ব্যবসায় প্রচার অথবা প্রোফাইল বিশেষভাবে শেয়ার করতে চান, সে ক্ষেত্রে একটি প্রোফাইল কার্ড তৈরি করতে পারেন।
প্রোফাইল কার্ড ফিচার একটি অনন্য ডিজিটাল কার্ড তৈরির অনুমতি দেয়। এ কার্ডে ব্যক্তির ইনস্টাগ্রাম হ্যান্ডেল (ইউজারনেম) ও একটি কিউআর কোড থাকবে, যা অন্যরা স্ক্যান করে ব্যক্তির প্রোফাইল দেখতে পারবে। এছাড়া এ কার্ডে ওয়েবসাইট, দোকানের ঠিকানা বা যা কিছু তুলে ধরতে চান, তার জন্য অতিরিক্ত লিংক অন্তর্ভুক্ত করা যাবে। লিংক ও অন্যান্য তথ্য যুক্ত করার পর যেকোনো ছবি দিয়ে কার্ডটি কাস্টমাইজ করা যাবে। ছবিটি ব্যবসার সাথে সম্পর্কিত হতে পারে অথবা নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারে।
প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে ‘শেয়ার প্রোফাইল’ নির্বাচন করতে হবে। উপরের ডান কোণে পেনসিল আইকনে ট্যাপ করলে ইনস্টাগ্রাম কার্ড সম্পাদনা করা যাবে। কার্ডের দু’টি দিক রয়েছে। একদিকে স্ক্যান করার মতো একটি কিউআর কোড থাকবে এবং অন্যদিকে লিংক, ছবি, এমনকি চাইলে একটি গানও যোগ করা যাবে। এরপর এটি অন্যান্য সোশ্যাল মিডিয়ায়ও শেয়ার করা যাবে।
ব্যবহারকারীদের তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অন্যদের সাথে শেয়ার করা সহজ করতে নতুন প্রোফাইল কার্ড ফিচারটি ডিজাইন করা হয়েছে। ফলে হ্যান্ডেল পাঠানোর পরিবর্তে কেবল কার্ডটি শেয়ার করা যাবে। ইনস্টাগ্রাম ফিচারটি নতুন ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপন ও বন্ধুত্ব করার একটি সুবিধাজনক উপায় হিসেবে দেখছে।
‘প্রোফাইল কার্ড’ ছাড়াও প্রতিযোগিতায় টিকে থাকতে ও ব্যবহারকারীদের আকৃষ্ট রাখতে সম্প্রতি ইনস্টাগ্রাম বেশ কিছু নতুন আপডেট নিয়ে এসেছে। যেমন- সংক্ষিপ্ত ভিডিও তৈরির জন্য নতুন সম্পাদনা ও অডিও টুল, অ্যাপের মধ্যে সরাসরি ব্রাউজ ও শপিং করা, ফলোয়ারদের সাথে দ্রুত টেক্সট আপডেট শেয়ার করার ইনস্টাগ্রাম নোটস।
ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার মাধ্যমে সহজেই ছবি ও ভিডিও পোস্ট করা যায়। ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় অনেকেই পারিবারিক অনুষ্ঠান, ভ্রমণসহ দৈনন্দিন বিভিন্ন আয়োজনের ছবি বা ভিডিও নিয়মিত ইনস্টাগ্রাম স্টোরিজে প্রকাশ করেন। এত দিন ইনস্টাগ্রাম স্টোরিজে প্রতিক্রিয়া জানানো গেলেও কোনো মন্তব্য করা যেত না। ফলে ছবি বা ভিডিওগুলো সম্পর্কে অন্যদের মতামত জানতে পারতেন না পোস্ট করা ব্যক্তিরা। এ সমস্যা সমাধানে চলতি বছরের সেপ্টেম্বরে স্টোরিজে মন্তব্য করার সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রাম স্টোরিজে মন্তব্য করার সুযোগ শুধু অ্যাকাউন্টটিকে অনুসরণকারী ব্যক্তিরা পাবেন। অর্থাৎ কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসরণ না করলে সেই অ্যাকাউন্টের পোস্ট করা স্টোরিজে মন্তব্য করা যাবে না। এ ছাড়া স্টোরিজ প্রকাশের সময় কোন কোন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করতে পারবেন, তা-ও নির্ধারণ করে দেয়া যাবে। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।
ব্যবহারকারীদের সেক্সটর্শন স্ক্যাম (ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রকাশের হুমকি) থেকে রক্ষা করতে নতুন নিরাপত্তা ফিচার ঘোষণা করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এর একটি মূল পরিবর্তন হলো- ব্যবহারকারীরা এখন থেকে ব্যক্তিগত মেসেজে পাঠানো অস্থায়ী ছবি বা ভিডিওর স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ড করতে পারবেন না। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ডিএমে (ডিরেক্ট মেসেজ) পাঠানো অস্থায়ী কনটেন্টের স্ক্রিনশট নিতে পারতেন। তবে প্রেরককে জানানো হতো যে অন্যদিক থেকে এটি সংরক্ষণ করা হয়েছে। নতুন পরিবর্তনের সাথে কেউ যদি ‘একবার দেখুন’ বা ‘পুনরায় খোলার অনুমতি দিন’ বিকল্পগুলো ব্যবহার করে ফটো বা ভিডিও পাঠান, তবে অন্য ব্যক্তি এটি স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করতে পারবেন না। এছাড়া ইনস্টাগ্রাম এসব ছবি বা ভিডিও ডেস্কটপ থেকে ওপেন করার অনুমতি দেবে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা